ত্বক থেকে মেছতা দূর করার কার্যকরী কিছু রেমেডি, এই উপায় একবার ব্যবহারে তাৎক্ষনিক ফলাফল !

মেছতার সমস্যা কিন্তু কমবেশি সবার দেখা যায়, অল্প বয়সে মেছতা না হলেও বয়স বাড়ার সাথে সাথে এই মেছতার প্রবণতা কিন্তু আমাদের ত্বকে বেড়ে যায়। আজ আপনাদের সাথে মেছতা কেন হয় এবং এর থেকে দূরে থাকার টিপস গুলো শেয়ার করব।

এই মেছতা আমাদের শরীরের এমন এমন অংশে হয়ে থাকে যে সকল অঙ্গ আমাদের সৌন্দর্য প্রকাশ করার সর্বপ্রথম ও সর্বপ্রধান কেন্দ্রবিন্দু। যেমন মেছতা আমাদের মুখে হয়ে থাকে,  আমাদের ঘাড়ে ও হাতে, বিশেষ করে এই ধরনের অংশগুলোতে হয়ে থাকে যা আমরা বের হলে স্বভাবত লোকের চোখে পড়ে। তারমানে খুব সহজেই বোঝা যাচ্ছে আমরা বের হলেই যে সকল অঙ্গ গুলো আমাদের কাপড়ের বাইরে থাকে সেই সকল অঙ্গগুলোতে এই মেছতা হবার প্রবণতা সবচেয়ে বেশি এবং তাই হয়ে আসছে।

আজ আপনাদের সাথে এমন কিছু রেমেড়ি শেয়ার করব যার সাহায্যে ত্বকের মেছতা দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা দাগহীন করে তুলতে পারবেন।

মেছতা দূর করতে ভিনেগার লেবুর রসের রেমেডিঃ

ত্বক থেকে মেছতা চিরতরে দূর করতে সবসময় আমাদের হাতের কাছে থাকা উপকরণ গুলো ব্যবহার করতে পারি।

উপকরণঃ

ব্রণ দূর করার উপায়
  • ১ চা চামচ লেবুর রস,
  • ১ টেবিল চামচ ভিনেগার,
ত্বক ফর্সা করতে মধু
  • ২ চা চামচ মধু, 

যেভাবে ব্যবহার করবেনঃ

  • প্রথমে লেবুর দ্বারা আপনার মুখটি আলতো করে ভালোমতো স্ক্রাব করে নিবেন ।
  • এরপরে ভিনেগার এর সাথে মধু মিক্স করে আপনার মুখের উপর লাগাতে হবে।
মেছতা দূর করার উপায়
  • এটি আপনার মুখে ২০মিনিট সময় হবার পরে আপনার মুখটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।  

নোটঃ

বেশিক্ষণ করবেন না কারণ লেবুতে যে এসিড থাকে তা সরাসরি মুখের উপর এপ্লাই করলে বেশিক্ষণ সময় ধরে সেটি খারাপ হতে পারে। তাই অল্প সময়ের জন্য লেবুর সাহায্যে মুখে স্ক্রাব করে নিবেন।

প্রথম একবার ব্যবহারে কিন্তু আপনার ত্বক থেকে মেছতা  অনেকটা উধাও হয়ে যাবে।

ত্বক থেকে মেছতা দুর করতে এলোভেরা জেল, চালের গুঁড়ো টকদই এর রেমেডিঃ

এইরেমেডি টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

ত্বকের যত্নে এলোভেরা জেলের ব্যবহার
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল
  • ২ টেবিল চামচ চালের গুঁড়ো
মুখের দাগ দূর করার উপায়,
  • ৪ টেবিল চামচ টকদই,  

যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই তিনটি উপকরণ ভালোমতো করে মিক্স করে স্মোথ পেষ্ট তৈরি করে নিতে হবে।
  •  এই পেষ্টটি মুখে লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে ধুয়ে একটু স্ট্রিমিং করে নিতে হবে।  
কাঁচা দুধ ও হলুদের ফেসিয়াল
  • স্ট্রিমিং মানে হল গরম ভাপ নেওয়া। গরম পানিতে অন্ততপক্ষে ৫  মিনিট ভাব নিতে হবে, যাতে করে আপনার ত্বক অনেক বেশি সফট হয়ে যায়। এবং রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়।
মুখের দাগ দূর করার রেমেড়ি,
  • ভাপ নেওয়া শেষ হলে আপনার তৈরীকৃত রেমেডি টি মুখে লাগাতে হবে ।
  • ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • বন্ধুরা এই রেমেডি টি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু শতভাগ ভাবে আপনি আপনার মুখের মেছতা দূর করতে পারেন।

নোটঃ

এই রেমেড়িটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারবেন ।

মেছতা দূর করতে অলিভ অয়েল ও পাকা পেঁপের রেমেডিঃ

মেছতা দূর করার উপায়

এই রেমেডি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……

  • ২ টেবিল চামচ অলিভ অয়েল,
দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক মাত্র ১০ মিনিটে
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • অলিভ অয়েলের সাথে পাকা পেঁপে মিক্স করে নিবেন এবং সেটি আপনার মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলবেন।
  • এটা ব্যবহারে দারুন কার্যকারিতা পাবেন। মেছতা ধীরে ধীরে আপনার ত্বক থেকে হারিয়ে যাবে।

সর্বশেষ যে রেমেডি টি এখন আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……

মুখের দাগ দূর করার রেমেড়ি
  • ২ টেবিল চামচ ভাতের মাড়,
  • ২ টেবিল চামচ ডাবের পানি,
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,
ত্বকের দাগ দূর করার রেমেড়ি
  • ১ চা চামচ কফি পাউডার,

যেভাবে ব্যবহার করবেনঃ

মেছতা দূর করার উপায়

এই চারটি উপকরণ একসাথে যোগ করে আপনি মুখে লাগিয়ে ২০ মিনিট সময় পর্যন্ত ধৈর্য ধারনের পর যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেন,

বন্ধুরা আর কোন কিছুই আপনার লাগবে না।  

শুধু এই একটি রেমেডির মাধ্যমে আপনার ত্বক থেকে মেছতার মতো সমস্যা চিরদিনের জন্য চলে যাবে।

তাহলে বন্ধুরা মেছতার সমস্যা নিয়ে আর দুশ্চিন্তায় না ভোগে আমার দেওয়া আজকে রেমেডিগুলোর যে কোন একটি নিয়মিত অনুশীলন করবেন এবং কার্যকারিতা কতটা পাচ্ছেন সেটা অবশ্যই আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন।