৩ দিনে এই রেমেডিগুলো ত্বক এত উজ্জ্বল, ফর্সা ও টাইট করবে যে অন্য কোন রেমেডি ব্যবহার করা ভুলে যাবেন

আমরা সবাই ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল দেখাতে চাই।

বন্ধুরা ত্বককে প্রচন্ড ফর্সা করার পাশাপাশি ত্বককে আমরা কিন্তু অনেক বেশি টানটান এবং অনেক অল্প বয়সি ( ইয়াং ) দেখাতে চায়, কিন্তু বয়সের সাথে সাথে, আমাদের ত্বকে বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণে বা বয়সের ছাপ এর কারণে চামড়া কুঁচকে যায় ও চামড়া ঢিলা হয়ে যায় ।

ত্বক উজ্জ্বল ফর্সা ও টাইট করার রেমেড়ি

আমাদের ত্বক ফর্সা করা যেমন জরুরি ঠিক তেমনি ত্বককে আরো বেশি আকর্ষিত করতে টানটান রাখা ও কিন্তু ততটাই জরুরী।

তাই আজকে আপনাদের সাথে এমন কিছু ঘরোয়া রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেই রেমেডি গুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন উজ্জ্বল ফর্সা ত্বক আর তার পাশাপাশি আপনার ত্বক হয়ে যাবে অনেক বেশি সফট ও টানটান।

ত্বক ফর্সা উজ্জ্বল ও টানটান করতে অসাধারণ রেমেডিঃ

রেমেড়ি-১ঃ

ত্বক সুন্দর হোক যা আপনারা সবাই আশা করেন। বন্ধুরা, প্রথমে যে রেমেডিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেমেডিটি আপনাদের ব্যবহার করতে হলে যে সকল উপকরণ লাগবে…

ত্বক ফর্সা করার ফেইসমাস্ক
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
  • ২ টেবিল চামচ বেসন,  
  • ১ ডিমের সাদা অংশ,
ত্বক টানটান করার রেমেড়ি

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

. প্রথমে একটি   পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

বেসনের ফেসপ্যাক ,

.ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ।

.১৫ মিনিট পর ত্বক পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

  • সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি ব্যবহার করুণ। আর তিনবার ব্যবহার করতে না পারলে অন্তত দুইবার যদি ব্যবহার করেন তাহলে আপনারা দীর্ঘস্থায়ী ফর্সা ও সুন্দর ত্বক পেয়ে যাবেন।

রেমেড়ি-২ঃ

এই রেমেড়িটি ত্বকে একবার লাগানোর মধ্য দিয়ে আপনার ঢিলা হয়ে যাওয়া ও কুঁচকে যাওয়া চামড়া একদিনে দূর হবে এবং ত্বক কেমন ফর্সা হবে সেটা শুধু আপনারা ব্যবহারের পরে বুঝতে পারবেন।

এই রেমেডিটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…

অল্প সময়ে দ্রুত চুল লম্বা করার উপায়
  • ১ টি পাকা কলার পেস্ট,
  • ২ টেবিল চামচ আলুর পেস্ট,
ত্বকের দাগ দূর করার রেমেড়ি
  • ২ চা চামচ গোলাপ জল,
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
ত্বক টাইট করার রেমেড়ি

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

. প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

.ব্রাশের সাহায্যে প্যাকটি  সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। প্যাকটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুণ।

ত্বক টানটান করার রেমেড়ি

. ১০ মিনিট পর ত্বকে সার্কুলার মুশনে ম্যাসাজ(হাতের আঙ্গুল দিয়ে মাজা) করুন ২-৩ মিনিট মত ।

ত্বক টানটান করার রেমেড়ি

. পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বক টানতান রাখতে ও বয়স কম দেখাতে ভাতের মাড় ও কফি পাওড়ারের রেমেডিঃ

এখন যে রিমেডি টি আপনাদের সাথে শেয়ার করব এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…..

মুখের দাগ দূর করার উপায়
  • আধা কাপ আতপ চালের ভাতের মাড়
  • ১ চা চামচ লেবুর রস,
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,
ত্বকের দাগ দূর করার রেমেড়ি
  • ২ চা চামচ কফি পাউডার,

কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ

ধাপঃ

১.একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান নিয়ে একসাথে খুব ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

২.প্যাক তৈরি হয়ে এলে ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে চোখ ও ঠোঁট ছাড়া সারা মুখে লাগান।প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

ব্রণ দূর করতে মধুর ফেসপ্যাক

৩.১৫ মিনিট পর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রেমেড়ি-৩ঃ

এই রেমেড়িটি ত্বকের সকল ধরনের দাগ দূর করে দিয়ে ত্বক উজ্জ্বল, ফর্সা ও টাইট করবে।

প্রয়োজনীয় উপাদানঃ

ত্বকের দাগ দূর করার উপায়
  • ১ টেবিল চামচ গাজরের পেস্ট,
  • ২ চা চামচ মধু,
ত্বকের কালো দাগ দূর করার উপায়
  • ২ টেবিল চামচ শশার পেস্ট,

যেভাবে ব্যবহার করবেনঃ

সব উপকরণ গুলো একসাথে মিক্স করে নিয়ে স্মোথ পেষ্ট বানিয়ে নিন ।

এরপর এটি ত্বকের মধ্যে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুণ ।

ত্বক ফর্সা করার উপায়
  • ৩০ মিনিট পর ত্বক পরিস্কার করে ধুয়ে ফেলুন ।

আজকে যে রিমেডি লো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটি রেমিডি ত্বককে টানটান ও ফর্সা করতে এতটা কার্যকরী যে আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন কোনটা আগে ব্যবহার করবেন।

বন্ধুরা, যেকোনো একটি রেমেড়ি আপনারা ব্যবহার করতে পারেন, কারণ প্রত্যেকটি রেমেডি কিন্তু সব ধরনের ত্বকের জন্য কার্যকর।

ত্বক ফর্সা করার রেমেড়ি

তাহলে বন্ধুরা, আর দেরি না করে ত্বককে উজ্জ্বল ফর্সা ও টানটান করতে চাইলে আপনারা আজকে আমার দেওয়া রেমেডি গুলো যথাযথ নিয়ম অনুসরণ করে ব্যবহার করুন ।