বয়স বাড়ার সাথে সাথে ব্রণ এবং বিভিন্ন এলার্জিক সমস্যার কারণে আমাদের ত্বকে গর্তের সৃষ্টি হয় যার কারণে তা দাগ হয়ে আমাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। মুখের গর্ত এবং তার দাগের জন্য অনেকেই বিভিন্ন ধরনের বিব্রতকর অবস্থার সম্মুখীন হন এবং হীনমন্যতায় ভোগেন।
যার ফলে প্ররোচিত হয়ে বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী নিজের ত্বকের জন্য উপযুক্ত কিনা না জেনেই ব্যবহার করে ত্বকের ক্ষতি সাধন করে আসছেন। তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্বার্শ প্রতিক্রিয়াহীন ভাবে ঘরোয়া সহজ উপায়ে কিভাবে মুখের গর্ত দাগ দূর করা যায় তার বিস্তারিত পদ্ধতি নিয়ে ।
তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র দু’দিন ব্যবহারে মুখের গর্ত এবং গর্তের দাগ দূর করার ঘরোয়া সহজ উপায়।
মাত্র ২ দিনে মুখের গর্তের দাগ দূর করার ঘরোয়া উপায় সমূহঃ
মুখের গর্ত এবং গর্তের দাগ দূর করতে আমাদের প্রথমেই সম্পূর্ণ প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান এর সাহায্যে কিছু ফেসপ্যাক তৈরি করে নিতে হবে। মুখের গর্তের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী তিনটি ফেসপ্যাক নিচে আলোচনা করা হলোঃ
এলোভেরা এবং লেবুর ফেসপ্যাকঃ
উপকরণ সমূহঃ
দুই টেবিল-চামচ এলোভেরা জেল।
২ চা চামচ লেবুর রস।
1 চা-চামচ মধু।
1 চা চামচ চালের গুঁড়া।
সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন তাহলেই এলোভেরা এবং লেবুর মিশ্রণে অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি হবে।
অ্যালোভেরা এবং মধুর এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের কোষে শক্তি যোগায় এবং ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে।
লেবুর এসিটিক এসিড ত্বকের দাগ এবং মুখের দাগ এবং গর্ত দূর করতে অত্যন্ত কার্যকরী।
আলুর ফেসপ্যাকঃ
উপকরন সমুহঃ
দুটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট।
২ চাম অলিভ অয়েল
একটি অর্ধেক পাকা টমেটোর পেস্ট।
পরিমাণমতো গোলাপজল।
একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।
আলুতে রয়েছে প্রচুর পরিমাণে জিংক, ফসফরাস এবং ভিটামিনস যা ত্বকের দাগ, গর্ত এবং গর্তের দাগ দূর করতে খুবই উপকারী।
টমেটোতে বিদ্যমান ভিটামিন সি মুখের গর্তের
কালো দাগ দূর করে।
বিটরুট এর ফেসপ্যাকঃ
উপকরন সমুহঃ
2 টেবিল চামচ বিটরুট এর রস।
2 চা চামচ চন্দন পাউডার।
1 চা চামচ শশার রস।
পরিমান মত কাঁচা তরল দুধ।
সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।
অতিমাত্রায় সেনসিটিভ ত্বক এর মুখের গর্তের দাগ দূর করতে এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী। মুখের সব ধরনের গর্ত এবং গর্তের দাগ দূর করে ত্বক কে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে নিয়মিত এই ফেস প্যাক ব্যবহার করুন।
মুখের গর্তের দাগ দূর করতে ফেসপ্যাক সমূহ ব্যবহারের পদ্ধতিঃ
ফেসপ্যাক সমূহ মুখে ব্যবহারের জন্য দুটি ধারাবাহিক ধাপ অনুসরণ করতে হবে।
প্রথম ধাপঃ
প্রথমেই আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।
এক জগ ফুটন্ত গরম পানি একটি চওড়া পাত্রে নিয়ে । মাথার উপরে তোয়ালে জড়িয়ে দু’পাশে ঝুলিয়ে দিয়ে পাথরের ওপর ঝুঁকে পড়ুন।
যেন পাত্র থেকে ওঠা গরম পানির ভাপ সরাসরি আপনার মুখে লাগে।
5 থেকে 7 মিনিট এভাবেই আপনার ত্বকে গরম পানির ভাপ লাগাবেন।
দ্বিতীয় ধাপঃ
প্রথম ধাপ সম্পন্ন করার পর পরেই দ্বিতীয় ধাপে যে কোন একটি ফেসপ্যাক আপনার ত্বকে এপ্লাই করতে হবে।
প্রথমে তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাক এর ঘন মিশ্রণ স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট আলতোভাবে ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের গর্তের উপর ম্যাসাজ করুন।
15 থেকে 20 মিনিট শুকানোর সময় দিন।
সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
বিঃদ্রঃ
মুখের গর্ত দাগ দূর করতে ফেসপ্যাক গুলোতে বিদ্যমান সবগুলো উপকরণ সুপার শপ, ভেষজ উদ্ভিদের দোকান এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
ফেসপ্যাকে ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে বা ব্যবহারের পর চুলকানি দেখা দিলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
ফেসপ্যাক ত্বকে লাগিয়ে গরম স্থানে, রোদে এবং ধুলাবালি যুক্ত স্থানের যাবেন না।
ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
স্থায়ীভাবে মুখের গর্তের দাগ দূর করতে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার ফেসপ্যাক গুলো ত্বকে ব্যবহার করবেন।
অপ্রাপ্ত বয়স্কদের ত্বকের ফেসপ্যাক ব্যবহার করবেন না।
ফেসপ্যাক তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘ সময় পর ব্যবহার করবেন না।
অযথা মুখ খোঁচাবেন না এবং ত্বকে হাত দেওয়ার পূর্বে হাত ভালোভাবে পরিষ্কার করে নিবেন।
উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরন করে যে কেউ ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এবং পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে নিজেদের মুখের কালো দাগ দূর করতে পারবেন। আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে হয়ে উঠুন উজ্জ্বল, ফর্সা ,গর্ত ও দাগ মুক্ত ত্বকের অধিকারী।