মুখ থেকে মেছতা এবং মেছতার দাগ দূর করার ঘরোয়া সহজ উপায়। শতভাগ মেছতার দাগ দূর করবে

মেছতার দাগ আমাদের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে দেয়। মেছতার ফলে আমাদের ত্বকে কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়। যার ফলে অনেকে হীনমন্যতায় ভোগেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিকর অবস্থার সম্মুখীন হতে হয়।

তাই মেছতা থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করেন নিজের ত্বকের জন্য উপযুক্ত কিনা তা যাচাই না করেই। এর ফলে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং ত্বক হয়ে যায় আরো মলিন বিবর্ণ।

মেছতার দাগ দূর করার উপায়

তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি এমন কিছু অত্যন্ত প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি প্যাক নিয়ে যা ত্বক থেকে মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর করবে কোনরূপ পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই।

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বক থেকে মেছতা ও মেছতার দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপায় সমূহ।

ত্বক থেকে মেছতা ও মেছতার দাগ দূর করতে ঘরোয়া উপায় সমূহঃ

মেছতার দাগ দূর করার উপায়

   মিথ্যা এবং মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর করতে প্থমে অত্যন্ত  কার্যকরী কিছু প্রাকৃতিক উপাদান এর সাহায্যে মিশ্রণ তৈরি করতে হবে। নিম্নে অত্যন্ত কার্যকরী কিছু মিশ্রন আলোচনা করা হলো।

 অ্যালোভেরা জেল এর মিশ্রনঃ

  উপকরন সমুহঃ

মেছতার দাগ দূর করার উপায়

  2 চা চামচ এলোভেরা জেল।

  1 চা চামচ লেবুর রস।

  1 চা চামচ মধু।

  1 চা চামচ গোলাপ জল।

  উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে মিশ্রন তৈরী করে নিন।

 অ্যালোভেরার এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বক থেকে মেছতা দূর করতে সাহায্য করে।

  লেবুতে বিদ্যমান অ্যাসিটিক অ্যাসিড  মিস্টার কালো দাগ তুলে নিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে।। মধু ত্বকের দাগ দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে অত্যন্ত কার্যকরী।

  আলুর মিশ্রণঃ

   উপকরন সমুহঃ

একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।

  দুটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট।

ত্বক উজ্জ্বল করতে মধুর ফেসিয়াল

   1 চা চামচ টক দই।

  ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী আলুর মিশ্রণটি।আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ভিটামিন, মিনারেলস এবং জিংক যা আমাদের ত্বক কে গভীর থেকে উজ্জ্বল করে এবং মেছতার দাগ সহ বিভিন্ন ধরনের দাগ দূর করে

 চন্দন এর মিশ্রনঃ

  উপকরণসমূহঃ

ত্বক ফর্সা করার রেমেড়ি

  2 চা চামচ চন্দন পাউডার।

  এক চা চামচ লেবুর রস।

  এক চা  চামচ গ্লিসারিন।

ত্বক ফর্সা করতে মধু

  একটা চামচ মধু।

  উপকরণ গুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে চন্দন এর মিশ্রণ তৈরি করে নিন।চন্দনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-এইজিং এবং এন্টিসেপটিক উপাদান।যা ত্বকের পিগমেন্টেশন  কমিয়ে মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর করতে সাহায্য করে।

  ভিটামিন ই ক্যাপসুলঃ

  উপকরণ সমূহঃ

ত্বক ফর্সা করতে ভিটামিন ই

  দুটি ভিটামিন ই ক্যাপসুল।

  1 চা চামচ কমলার রস।

  1 চা চামচ চালের গুঁড়া।

ত্বক ফর্সা করার উপায়

  এক চা  চামচ মধু।

 উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে ভিটামিন ই ক্যাপসুল এর মিশ্রণ তৈরি করে নিন।

শসার মিশ্রনঃ

  উপকরণ সমূহঃ

ওজন কমানোর উপায়
ওজন কমানোর উপায়

 2 টেবিল চামচ শশার পেস্ট।

  1 চা চামচ বেসন।

  1 চা চামচ লেবুর রস।

মেছতার দাগ দূর করার উপায়

  এক চা চামচ এলোভেরা জেল।

 সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন শসার মিশ্রণ।

 শসা প্রায় সব ধরনের ত্বকের জন্যই উপযোগী সেনসিটিভ ত্বকের জন্য এটি বেশি কার্যকরী। শসার  এই মিশ্রণটি সেনসিটিভ ত্বকের অতিরিক্ত সেনসিটিভ ভাব দূর করে স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে মেছতা  এবং মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর করতে সাহায্য করবে।

 বিটরুট এর মিশ্রনঃ

বিটরুটের ফেইসপ্যাক

  2 টেবিল-চামচ বিটরুটের রস।

  এক চা চামচ চন্দন পাউডার।

গায়ের রঙ দুধে আলতা করতে কাঁচা দুধ ও হলুদের এই ফেসিয়াল

আধা চা-চামচ কাঁচা হলুদের পেষ্ট

1 চা চামচ লেবুর রস।

  উপকরণসমূহ ভালোভাবে মিশিয়ে বিটরুটের মিশ্রণটি তৈরি করে নিন।

বিটরুট এবং চন্দন পাউডার এর অ্যান্টি-এইজিং এবং এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের হাই পিগমেন্টেশন দূর করে ফাইন লাইন রিংকেল দূর করে পোড়া দাগ এবং মেছতার দাগ  দূর করে। হলুদের নির্যাস তাকে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে।

 মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর করতে মিশ্রন সমূহ ত্বকে ব্যবহার পদ্ধতিঃ

  ভালো ফল পেতে মিশ্রণ সমূহ ত্বকে ব্যবহারের জন্য দুটি ধারাবাহিক স্টেপ অনুসরণ করতে হবে।

  প্রথম স্টেপঃ

  মেছতার দাগ দূর করতে ত্বকে মিশ্রণ সমূহ এপ্লাই এর জন্য প্রথম স্টেপ  হচ্ছে মেসাজিং । নিম্নোক্ত উপায়ে প্রথম স্টেপ টি সম্পন্ন করতে পারেন।

1,,,  একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে তার উপর আধা চা-চামচ চিনি দিয়ে চেহারায় ঘষে ঘষে চিনি মিলিয়ে যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন।

2,,,  1 চা চামচ লেবু এক চা-চামচ এলোভেরা জেল এবং এক চা-চামচ মধু মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে তিন থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।

3,,,  একটি অর্ধেক পাকা টমেটোর উপর 1 চা-চামচ মধু লাগিয়ে ত্বক ঘষে ঘষে 3 থেকে 5 মিনিট ম্যাসেজ করে নিন।

 দ্বিতীয় স্টেপঃ

  মেছতার দাগ দূর করতে মিশ্রণ সমূহ ত্বকে ব্যবহারের দ্বিতীয় স্টেপ টি হচ্ছে, মিশ্রন গুলো ত্বকে এপ্লাই করা।

  প্রথম স্টেপ পার করার পর  মুখ পরিষ্কার জলে ধুয়ে নিন।

  এরপর তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি স্ক্রাব করে আপনার মুখে লাগিয়ে নিন।

ফেসিয়াল করার নিয়ম

  5 থেকে 7 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।

   15 থেকে 20 মিনিট মিশ্রণ টি  শুকানোর সময় দিন।

  মিশ্রণটি শুকিয়ে গেলে। কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণ তুলে নিন।

মেছতার দাগ দূর করার উপায়

 সবশেষে  ঠান্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  মেছতার দাগ দূর কারী মিশ্রণের কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

  মিশ্রণটি ত্বকে লাগিয়ে রোদে গরমে স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

  মিশ্রণে বিদ্যমান সবগুলো উপকরণ ভেষজ উদ্ভিদের দোকান, সুপারশপ এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।

মিশ্রন ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

  উপরে উল্লিখিত পদ্ধতিসমূহ অনুসরণ করে ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মেছতার দাগ দূর করে উজ্জ্বল ও ফর্সা ত্বকের অধিকারী হন।

 ধন্যবাদ।