ত্বকে চাল ধোয়া পানির সঠিক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে

 চাল ধোয়া পানির অনন্য প্রাকৃতিক গুণের কারণে বর্তমান সময়ে রূপচর্চায় এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাইস ওয়াটার বা চাল ধোয়া পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে অত্যন্ত কার্যকরী।

মুখের দাগ দূর করার রেমেড়ি

কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এর সাহায্যে চাল ধোয়া পানির ফেস মাস্ক তৈরি করে ত্বকে ব্যবহার করলে অতি দ্রুত সময়ে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল এবং কাঁচের মত চকচকে। তাই চাল ধোয়া পানির সেসকল অত্যন্ত কার্যকরী ফেস মাস্কআপনাদের সাথে শেয়ার করব ।

ত্বক ফর্সা করার উপায়

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক চাল ধোয়া পানি দিয়ে উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে ত্বক পাবার উপায় ।

ত্বককে উজ্জল, ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে চাল ধুয়া পানির ফেসমাস্কঃ

 চাল ধুয়া পানি এবং অ্যালোভেরার ফেসমাস্কঃ

প্রয়োজনীয় উপাদানঃ

 ২ টেবিল চামচ চাল ধোয়া পানি।

ত্বক ফর্সা করার উপায়

২ চা চামচ এলোভেরা জেল

 ২ চা চামচ বেসন।

ত্বক ফর্সা করার উপায়

 ২ চা চামচ মধু।

  সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চাল ধোয়া পানির অত্যন্ত কার্যকরী একটি ফেসমাস্ক।

এরপর এটি ত্বকের মধ্যে এপ্লাই করে ২০ মিনিত অপেক্ষা করুন ।

২০ মিনিট পর ত্বক পরস্কার জল দিয়ে ধুয়ে নিন।

 চাল ধোয়া পানি এবং ডালের গুড়োর ফেসমাস্কঃ

প্রয়োজনীয় উপাদানঃ

২ টেবিল চামচ চাল ধোয়া পানি।

ত্বকের কালো দাগ দূর করার উপায়

১ চামচ শশার রস।

১ চামচ ডালের গুঁড়া।

ত্বক ফর্সা করার উপায়

১ চামচ লেবুর রস।

  সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চাল ধোয়া পানির ফেস মাস্ক।

 চাল ধোয়া পানি এবং চন্দন পাউডারঃ

  2 টেবিল চামচ চাল ধোয়া পানি।

  2 চা চামচ চন্দন পাউডার।

ত্বক ফর্সা করার ফেইসমাস্ক

  1 চা-চামচ কাঁচা হলুদের পেষ্ট।

  একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।

  সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চাল ধুয়া পানির মাস্ক তৈরি করে নিন।

  অতিমাত্রায় উজ্জ্বল, ফর্সা এবং কাঁচের মত চকচকে ত্বকের জন্য চাল ধোয়া পানির মাস্ক ত্বকে ব্যবহার পদ্ধতিঃ

 চাল ধুয়া পানির মাস্ক ব্যবহারের জন্য দুটি স্টেপ অনুসরণ করতে হবেঃ

প্রথম স্টেপঃ

  চাল ধোয়া পানির মাস্ক ত্বকে ব্যবহারের প্রথম স্টেপ টি হচ্ছে ত্বকে গরম পানির ভাপ লাগানো।

 প্রথমে মুখ ভালভাবে পরিস্কার করে নিন।

 এক জগ ফুটন্ত গরম পানি একটি চওড়া পাত্রে নিন।

  মাথার উপরে তোয়ালে ঘুরিয়ে দুপাশে ঝুলিয়ে দিয়ে পানির পাত্রের উপর ঝুঁকে পড়ুন।

কাঁচা দুধ ও হলুদের ফেসিয়াল

  যেন পানি থেকে ওঠা ভাপ বা সরাসরি আপনার ত্বকে লাগে।

  এভাবে 5 থেকে 7 মিনিট আপনার ত্বকে গরম পানির ভাপ লাগিয়ে নিন।

 দ্বিতীয় স্টেপঃ

  চাল ধুয়া পানির মাস্ক ত্বকে ব্যবহারের দ্বিতীয় স্টেপ কি হচ্ছে মাস্ক ত্বকে এপ্লাই করা।

বেসনের ফেসপ্যাক ,

  পরিষ্কার তোলা বা মুখের ব্রাশের সাহায্যে মাস্ক ভালোভাবে মুখে লাগিয়ে নিন।

  5 থেকে 7 মিনিট আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ম্যাসাজ করুন।

  15 থেকে 20 মিনিট ত্বকে মাস্ক শুকানোর সময় দিন।

  শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে ঘষে ঘষে মাস্ক তুলে নিন।

মেছতা দূর করার উপায়

  সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

চাল ধুয়া পানির অন্য দুটি গুরুত্বপূর্ণ ব্যবহারঃ

  আইস কিউবঃ

   পরিষ্কার চাল ধোয়া পানি নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে ফ্রিজে রেখে দিন।

ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করতে এলোভেরা জেলের ব্যবহা

প্রতিদিন সকাল বেলা এই আইস কিউব ব্যবহার করলে আপনার ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে। ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা।

 তৈলাক্ত ভাব দূর করতেঃ

 ২ চামচ  মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে গুড়ো করে নিন।

  তাতে 1 চা চামচ মুলতানি মাটি এবং 2 টেবিল-চামচ চাল ধোয়া পানি মিশিয়ে নিয়ে নিয়মিত ত্বকে ব্যবহার করুন।

এটি আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব ও ব্রণ দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে ত্বককে দাগহীন করে তুলবে।

বিঃদ্রঃ

   চাল ধোয়া পানির ফেসমাস্ক এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

 চাল ধুয়া  পানির ফেস মাস্ক এ ব্যবহৃত সবগুলো উপকরণ সুপার শপ এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।

  ফেস মাস্ক লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালিতে যাবেন না।

ব্রণের দাগ দূর করার ফেসপ্যাক

  ফেসমাস্ক ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

 নিয়মিত চাল ধোয়া পানির ফেস মাস্ক ত্বকে ব্যবহারের মাধ্যমে স্থায়ীভাবে উজ্জ্বল ফর্সা এবং কাচের মত চকচকে ত্বকের অধিকারী হন।

  ধন্যবাদ।