বর্তমান সময়ে নারী-পুরুষ নির্বিশেষে নিজেদের ত্বক নিয়ে সবাই অত্যন্ত সতর্ক । নানান উপায়ে নিজেদের ত্বকের যত্ন নিতে কোনভাবেই কমতি রাখেন না। কিন্তু এর পরেও আমাদের ত্বকের কালো দাগ এবং মলিন ভাবের কারণে আমাদের ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে না।
ত্বকে এইসব কালো দাগ দূর করে ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে টুথপেষ্টের ব্যবহার অত্যন্ত কার্যকরী। অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা সঠিক ব্যবহার পদ্ধতি মেনে ত্বকে টুথপেস্ট ব্যবহার করলে আপনার ত্বক দ্রুত সময়ে উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে।
ত্বকের কালো দাগ দূর করতে টুথপেষ্টের অত্যন্ত কার্যকরী কিছু রেমিডি নিয়ে আমাদের এই আলোচনাটি সাজিয়েছি। চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বকে টুথপেস্ট ব্যবহারের সহজ উপায় সমূহ।
টুথপেস্ট দিয়ে ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও ফর্সা করার কিছু উপায়ঃ
ত্বকে সরাসরি টুথপেস্ট ব্যবহারের চেয়ে কিছু প্রাকৃতিক কার্যকরী উপাদান নিয়ে পেস্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। নিম্নে টুথপেষ্ট এর তৈরি রেমিডি সমূহ এবং তার ব্যবহার পদ্ধতি আলোচনা করা হলো।
টুথপেস্ট এবং লেবুঃ
আধা চা-চামচ টুথপেস্ট এবং 1 চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে ত্বকে স্ক্রাব করে লাগিয়ে নিন।
অথবা একটি লেবু স্লাইস করে কেটে তার উপর আধা চা-চামচ টুথপেস্ট দিয়ে মুখে ঘষে ঘষে লাগিয়ে নিন।
তিন থেকে পাঁচ মিনিট হাত দিয়ে আলতোভাবে ত্বক ম্যাসাজ করুন।
10 মিনিট পর প্রচুর পরিমাণে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
উপকারিতাঃ
লেবুতে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসিটিক অ্যাসিড মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী। তাই তোর টুথপেস্ট এবং লেবুর মিশ্রণ দ্রুত দ্রুত সময়ে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
টুথপেস্ট এবং এলোভেরা জেলঃ
এক চা চামচ অ্যালোভেরার জেল আধা চা-চামচ টুথপেস্ট ভালোভাবে মিশিয়ে নিন।
তুলার সাহায্যে মুখে স্ক্রাব করে লাগিয়ে নিন।
তিন থেকে পাঁচ মিনিট আলতোভাবে সম্পূর্ণ মুখ ম্যাসাজ করুন।
10 মিনিট পর ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
উপকারিতাঃ
অ্যালোভেরা এবং টুথপেস্ট এর রেমিড়ি ত্বকের বলিরেখা ব্রণের দাগ কালো ছোপ ছোপ দাগ দূর করে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে।
ত্বক কে চুলকানি ফুসকুড়ি এবং সংক্রমণের হাত থেকে বাঁচায়।
এবং ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলে।
টুথপেস্ট এবং ভিটামিন ইঃ
1 চা-চামচ টুথপেস্ট।
একটি ভিটামিন ই ক্যাপসুল
এবং 1 চা চামচ বেসন।
উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে টুথপেস্ট এর অত্যন্ত কার্যকরী একটি রেমিড়ি তৈরি করে নিন।
ত্বকে ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি অনুসরণ করুন।
উপকারিতাঃ
তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব দূর করবে।
ত্বকের বিভিন্ন দাগ, ব্রণের দাগ, মেছতা, বলিরেখা দূর করবে।
ব্ল্যাকহেডস দূর করবে।
ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
টুথপেস্ট এবং টমেটোঃ
1 চা-চামচ টুথপেস্ট একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন।
অথবা একটি অর্ধেক পাকা টমেটো কেটে নিয়ে তার উপর এক চা-চামচ টুথপেস্ট রেখে মুখে ভালোভাবে ঘষে লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিট স্ক্রাব করার পর ভালোভাবে মুখ ধুয়ে নিন।
উপকারিতাঃ
সেনসিটিভ ত্বকের কালো দাগ দূর করতে এবং ত্বকের মলিন ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে টুথপেষ্টের এই রেমিড়ি টি অত্যন্ত কার্যকরী।
টুথপেস্ট এবং মুলতানি মাটিঃ
1 চা চামচ টুথপেস্ট।
1 চা চামচ মুলতানি মাটি।
1 চা চামচ গোলাপ জল।
ভালোভাবে মিশিয়ে নিন। তাহলেই টুথপেষ্টের রেমিড়ি টি ব্যবহার করতে পারবেন।
ত্বকে ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি অনুসরণ করুন।
উপকারিতাঃ
ত্বকের কালো দাগ সম্পূর্ণরূপে দূর করবে।
ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
ত্বকের হাই পিগমেন্টেশন কমিয়ে দিবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
কালারফুল টুথপেস্ট ব্যবহার না করে সাদা টুথপেষ্ট যেমন কোলগেট বা ভেষজ উপাদানে তৈরি টুথপেস্ট ব্যবহার করবেন।
টুথপেষ্টের রেমিড়ির কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।
টুথপেষ্টের রেমেডি লাগিয়ে ভুলেও রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
অপ্রাপ্ত বয়স্কদের ত্বকে টুথপেস্ট এর রেমিড়ি ব্যবহার করবেন না।
স্থায়ীভাবে ত্বকের কালো দাগ দূর করে ত্বক কে উজ্জ্বল ও ফর্সা করতে নিয়মিত টুথপেষ্টের রেমিডি ত্বকে ব্যবহার করুন।
উপরে নির্দেশিত পান্থা সমূহ অনুসরণ করে টুথপেষ্টের রেমেডি নিয়মিত ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে ত্বক হয়ে উঠবে অতিমাত্রায় উজ্জল ও ফর্সা। তাই সম্পূর্ন পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে বাড়িতে বসেই নিজেদের ত্বকের যত্ন নিন।
ধন্যবাদ