মাত্র 10 মিনিটে মুখের কালো দাগ দূর করতে এই সহজ এবং কার্যকরী উপায় গুলো ব্যবহার করুন।

আবহাওয়া এবং বিভিন্ন কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা দেয়। যেমন ব্রণের দাগ মেছতার দাগ কালো ছোপ ছোপ দাগ বলিরেখা বুড়িয়ে যাওয়া ভাব ইত্যাদি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এসব থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের উপায় খুঁজে বেড়াচ্ছেন।

যারা কেমিক্যালযুক্ত প্রসাধনির উপর আস্থা রাখতে পারছেন না তাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং সহজ কিছু উপায় নিয়ে এই আলোচনাটি সাজানো হয়েছে। অত্যন্ত সহজ কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে আপনি আপনার ত্বকের বিভিন্ন ধরনের দাগ সম্পূর্ণরূপে দূর করতে পারবেন ।

ফর্সা ত্বক পেতে ভিটামিন ই

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মুখের কালো দাগ ছোপ দূর করার সহজ উপায় সমূহ।

মুখের কালো দাগ দূর করার সহজ এবং কার্যকরী উপায় সমূহঃ

ঘরে বসে সহজ উপায়ে মুখের কালো দাগ ছোপ দূর করার জন্য আপনাকে দুটি অত্যন্ত কার্যকরী ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে ধাপ দুটি বিস্তারিত আলোচনা করা হলো।

 প্রথম ধাপঃ

 ঘরোয়া পদ্ধতিতে মুখের কালো দাগ এবং সব রকমের দাগ দূর করার প্রথম ধাপটি হচ্ছে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেয়া। নিম্নবর্ণিত যেকোনো একটি উপায় যে আপনি আপনার ত্বক পরিষ্কার করে নিতে পারেনঃ

1…  আপনার ত্বকের উপযোগী যেকোনো ক্লিনজার ক্রিম ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিতে পারে।

ভিটামিন ই ক্যাপসুল দিয়ে চাঁদের মতো ফর্সা ত্বক

2…  2 চা চামচ লেবুর রস 1 চা চামচ মধু মিশিয়ে মুখে ঘষে নিয়ে কিছু সময় পর মুখ ধুয়ে নিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন।

3…  একটি অর্ধেক পাকা টমেটো তে 1 চা  চামচ চিনি দিয়ে ঘষে ঘষে ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

  আমাদের ত্বকে এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়া অবস্থান করে যা খালি চোখে দেখা যায় না।

তাই প্রথম ধাপ টি আমাদের ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বককে সতেজ রাখতে এবং মৃত কোষ দূর করে ত্বকের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী।

 দ্বিতীয় ধাপঃ

ত্বকে সব ধরনের কালো দাগ দূর করার জন্য দ্বিতীয় ধাপে আপনাকে প্রথমে অত্যন্ত কার্যকরী একটি ফেস মাস্ক ব্যবহার করতে হবে । নিম্নে বর্ণিত যে কোন একটি ফেস মাস্ক  আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারবেন।

  ১ম ফেস মাস্কঃ

  উপকরণ সমূহঃ

ত্বক ফর্সা করার উপায়

  2 চা চামচ এলোভেরা জেল।

  এক চা চামচ মধু।

  1 চা চামচ অলিভ অয়েল।

   2 চা চামচ চালের গুঁড়া।

স্মোথ পেষ্ট তৈরির জন্য প্রয়োজন মত গোলাপ জল

 উপকরণসমূহ ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ত্বকে সব ধরনের দাগ দূর করে ত্বক কে উজ্জ্বল এবং ফর্সা করতে ফেস মাস্কটি অত্যন্ত কার্যকরী।

২য় ফেস মাস্কঃ

 উপকরণ সমূহঃ

ত্বক ফর্সা করতে বীটরুটের ফেইসপ্যাক

  দুই টেবিল-চামচ বিটরুট এর রস।

  2 চা চামচ শশার রস।

   এক চা চামচ মধু।

  2 চা চামচ বেসন।

 পরিমান মত কাঁচা তরল দুধ।

  উপকরণ গুলি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্র এবং সেনসিটিভ ত্বকের জন্য ফেস মাস্ক টি অত্যন্ত কার্যকরী।

বিঃদ্রঃ

 যেকোনো ভেষজ ফলের দোকান এবং প্রসাধনীর দোকানে বিটরুট পাওয়া যায়।

৩য় ফেস মাস্কঃ

উপকরণ সমূহঃ

  2 চা চামচ চন্দন পাউডার।

 একটি চামড়া ছিলানো আলোর পেস্ট।

  1 চা চামচ মধু।

ত্বক ফর্সা করার ফেইসমাস্ক

  আধা চা-চামচ কাঁচা হলুদ পেষ্ট

  পরিমাণমতো গোলাপজল।

  উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে অত্যন্ত কার্যকরী মাস্ক টি তৈরি করে নিন।

 ব্যবহার পদ্ধতিঃ

 প্রথম ধাপ অতিক্রম করার পর পর তোলা এবং মুখের ব্রাশের সাহায্যে ফেস মাস্ক মুখে ভালভাবে লাগিয়ে দিন।

 5 থেকে 7 মিনিট মসৃণভাবে মেসেজ করুন।

  ফেস মাস্ক শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।

   তারপর কুসুম গরম জলে তোলা বিজিয়ে ঘষে ঘষে মাস্ক তুলে নিন।

  সবশেষে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

উপকারিতাঃ

 ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে।

ব্রণ দূর করার উপায়

  রোদে পোড়া দাগ দূর করব।

 মেস্তা এবং কালো ছোপ ছোপ দাগ দূর করবে।

  ত্বকের লাবণ্য ধরে রাখবে।

  বলিরেখা দূর করবে।

  ত্বক কে অতিমাত্রায় ফর্সা ও উজ্জ্বল করে তোলে।

বিঃদ্রঃ

   ফেস মাস্কে ব্যবহৃত কোন উপাদান ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

  মাস্ক লাগিয়ে বা ব্যবহারের পর রোদে, ধুলাবালি  যুক্ত স্থানে এবং গরম স্থানে যাবেন না।

  স্থায়ীভাবে ত্বকের দাগ দূর করতে সপ্তাহে অন্তত দুবার ফেস মাস্ক গুলো এপ্লাই করুন।

 উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই যে কেউ নিজেদের ত্বক থেকে কালো দাগ এবং সব ধরনের দাগ দূর করে ত্বক কে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে পারবেন।