কফির এই ফেসিয়াল টি একবার এইভাবে ব্যবহার করে দেখুন, ত্বক এত ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে যে আপনি ভাবতেও পারবেন না !!!

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তা হল কফির সাহায্যে কিভাবে ফেসিয়াল এর কাজটি আপনারা করে ফেলবেন। বন্ধুরা, কফি কিন্তু প্রাকৃতিক ভাবে সরাসরি সংগ্রহ করা হয় গাছ থেকে। বীজ হিসাবে ও পাওয়া যায়।

যদিও আমাদের দেশে কফি উৎপাদন হয় না কারণ আমাদের আবহাওয়ার সাথে কফি উৎপাদন খুব বেশি যায় না। তারপরেও কিন্তু আমাদের দেশে এর চাহিদা রয়েছে তাই আমাদের প্রতি বছর হাজার হাজার মেট্রিকটন কফি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়।

বন্ধুরা, আজ আমরা কফি খাওয়ার বিষয়ে আলোচনা না করে এই কফি কিভাবে আমাদের রূপচর্চার দারুন ভাবে কাজ করে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি।

মারাত্বক সুন্দর ফর্সা ত্বক পেতে কফির ফেসিয়ালঃ

  • বন্ধুরা এই কফির সাহায্যে আমরা কিন্তু আমাদের ত্বকের ফেসিয়াল এর কাজটি সেরে ফেলতে পারি। পার্লারে যে ধরনের ফেসিয়াল করা হয় এবং তাতে যে ধরনের প্রোডাক্ট ইউজ করা হয় তা আমাদের ত্বকের সাথে এ ধরনের উপকরণ গুলো অনেক ক্ষেত্রে শুট করে না। যার কারণে অনেক রিএকশন আমাদের ত্বক করে থাকে।
  • কিন্তু আমরা যদি ঘরে বসেই প্রাকৃতিক উপকরণ গুলোর সাহায্যে খুব সহজেই ফেসিয়াল করতে পারি তাহলে আমাদের টাকা সময় এবং কার্যকারিতা খুব ভালোমতো করে বেড়ে যাবে।
  • কফিতে যে সকল উপকরণ থাকে তা আমাদের স্কিনের জন্য টোনার হিসেবে কাজ করে। তাই এই প্যাকের সাহায্যে যদি আমরা ফেসিয়ালের কাজটি করতে পারি তা আমাদের ত্বকে ইনস্ট্যান্ট গ্লো  এনে দিবে।
  • পাশাপাশি নিয়মিত ব্যবহারের মাধ্যমে ত্বক কে স্থায়ীভাবে ফর্সা করবে।
  • তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেওয়া যাক কিভাবে কফির সাহায্যে আপনি ফেসিয়ালের কাজটি করবেন।
  • এই কাজটি করতে গেলে আপনাকে চারটি ধাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ক্লিনজিং

প্রথম ধাপটি হলো ক্লিনজিং। আরে ক্লিনজিং বা পরিষ্কারকরণ করতে যে সকল উপকরণ আপনার হাতের কাছে রাখতে হবে………

  • ২ টেবিল চামচ কফি পাউডার,
ত্বকের যত্নে এলোভেরা জেলের ব্যবহার
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল,
  • ২ চা চামচ লেবুর রস,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমরা যদি মুখে লাগায় এবং ১০ মিনিট সময় পরে যদি ধুয়ে ফেলি তাহলে ক্লিনজিংয়ের কাজটি আমাদের শেষ হয়ে যাবে।

স্ক্রাবিংঃ

ক্লিনজিং এরপরে যে কাজটা আমাদের করতে হবে তাহলে মুখে স্ক্রাব। এই স্ক্রাবিং করতে যে সকল উপকরণ আমাদের লাগবে………

  • ১ টেবিল চামচ কফি পাউডার,
ত্বক ফর্সা করতে হলুদের ফেসিয়াল
  • ২ টেবিল চামচ চিনি,

যেভাবে করবেনঃ

  • কফি পাউডার এবং চিনি একসাথে মিক্স করে হাতের মাধ্যমে আমরা সারকুলার মোশনে স্ক্রাবের কাজ শেষ করে ফেলতে পারব। স্ক্রাবিং করার শেষ হলে তৃতীয় ধাপ হিসেবে আমরা অনুসরণ করব স্ট্রিমিং বা ভাপ নেওয়া।

স্ট্রিমিং বা ভাপ নেওয়া

বন্ধুরা এই কাজটি করতে গেলে আমাদের যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে তাহলো….

২ চা চামচ  কফি পাউডার,

ফ্যাট বা চর্বি ছাড়াই ওজন ঠিক রেখে ফিট থাকার উপায়
  • পরিমাণ মত গরুর দুধ,

ব্যবহার প্রণালিঃ

  • একটি পাতিলে পরিমাণমতো গরুর দুধ ও কফি পাউডার দিয়ে ১০ মিনিট মতো সিদ্ধ করতে হবে। এর পরে এই পাতিল টি  নামিয়ে রেখে আমাদেরকে অন্ততপক্ষে ৫ মিনিটের জন্য ভাপ নিতে হবে।
  • ভাপ নেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, খুব কাছ থেকে যাতে ভাপ নেওয়া না হয়। কারণ খুব কাছ থেকে ভাপ নিলে অতিরিক্ত ভাপ থেকে আমাদের ত্বক পুড়ে যেতে পারে।
  • সাবধানতা বশত ৫ মিনিট ধরে এভাবে আমাদের ভাপ নিতে হবে।  এ স্টেমিং এর মধ্য দিয়ে আমাদের ত্বক অনেক বেশি সফট এবং নরম হয়ে যায়। পাশাপাশি আমাদের ত্বকে রক্ত সঞ্চালন অনেক গুণে বেড়ে যায়।

সর্বশেষ যে কাজটা আমাদের করতে হবে তা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই প্যাক টি  লাগাতে হবে।এই প্যাক টি বানাতে যেসব উপকরণ আমাদের রাখতে হবে তা হল………

  • ২ টেবিল চামচ কফি পাউডার,
ত্বক ফর্সা করার রেমেড়ি
  • ২ টেবিল চামচ এভোকাডোর রস,
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
মুলতানি মাটি চেনার উপায়
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লেন্ড করে নিন আমরা যদি এই ফেইসপ্যাকটি আমাদের মুখে লাগায় এবং ২০ মিনিট পর্যন্ত অপেক্ষার পরে ধুয়ে ফেলি,
  • তাহলে বন্ধুরা, আপনারা দেখবেন আমাদের ত্বক কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে। সাথে সাথে কোনো ধরনের দাগ যদি থেকে থাকে তাও কিন্তু চলে যাবে।

তাহলে বন্ধুরা, ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে আর চিন্তিত না হয়ে কফির তৈরি এই ফেসিয়াল টি আপনারা ঘরে বসে করে ফেলুন এবং ত্বককে সুন্দর ও ফর্সা করুন।

ধন্যবাদ